পোস্টগুলি

2017 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শিশুটি গর্ভপাত ঘটাতে পারবে?

ছবি
ভারতে ধর্ষণের শিকার ১০ বছরের এক অন্তঃসত্ত্বা শিশু গর্ভপাত ঘটাতে পারবে কি না—এ বিষয়ে পরীক্ষা করতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। পাঞ্জাব রাজ্যের চণ্ডীগড়ে ১০ বছরের শিশুটির গর্ভপাত করার অনুরোধ জানিয়ে আদালতে আবেদন করেছেন তার মা-বাবা। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত আজ সোমবার এ আদেশ দেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, শিশুটি গত সাত মাসে তার মামার দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হয়। সে এখন ২৬ সপ্তাহের (৬ মাস) অন্তঃসত্ত্বা। পুলিশ শিশুটির মামাকে গ্রেপ্তার করেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুর শরীর মোটেও সন্তান ধারণের উপযোগী নয়। প্রতিবেদনে বলা হয়, শিশুটির বাবা একজন নিম্নশ্রেণির সরকারি কর্মচারী, মা গৃহকর্মী। দরিদ্র পরিবারের এই শিশুটি গত সাত মাসে তার মামার দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি ভয়ে এ ঘটনা কাউকে জানায়নি। গত মঙ্গলবার পেটের তীব্র ব্যথা নিয়ে মা-বাবা তাকে চণ্ডীগড় পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করে জানান, শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। তার শরীর সন্তান ধারণের জন্য মোটেও উ...

ছবি এঁকে ধর্ষক কাকাকে ধরিয়ে দিল ১০ বছরের নির্যাতিতা

ছবি
কথায় আছে একটা ছবি ১০০০ শব্দের থেকেও বেশি কিছু বলে। সত্যি তাই। ছবিকে অস্ত্র করেই বিচার পেল নির্যাতিতা, যে কথা মুখে বলে বোঝানো সম্ভব নয়, তা সবার কাছে স্পষ্ট করে দিল একটা ছবি। নিজের ধর্ষক কাকাকে সাজা দিতে ১০ বছরের নাবালিকা ‘হাতিয়ার’ হিসেবে আদালতে পেশ করল নিজের আঁকা একটি স্কেচ। কীভাবে টানা দুবছর ধরে ‘পিতৃসম’ কাকার হাতে নির্যাতিত হতে হয়েছে ‘কন্যাসমা’ ভাইজি, তারই সচিত্র প্রমাণ দেখে বিস্মিত গোটা কোর্ট রুম। সাদা পাতাটায় একটা মর্চে ধরা ভাব। একটু হলদেও হয়ে গেছে। তবে কালো রঙের দাগগুলো এখনও মুছে যায়নি, যেমন মুছে যায়নি নির্যাতিতার শরীরে নির্যাতনের আঁচর। খুদের হাতে আঁকা ছবিতে যে বিষয়টা গভীরভাবে ভাবিয়ে তুলেছে বিচারপতি বিনোদ যাদবেকে সেটা হল, ছবিতে মেয়েটি এঁকেছে একটা জামা মাটিতে লুটোপুটি খাচ্ছে… আর গোটা ছবির এই অংশকেই সবথেকে শক্তিশালী যুক্তি হিসেবে পেশ করেছিলেন আইনজীবী চন্দ্র সুমন কুমারও। সমস্ত কিছু আতস কাঁচের তলায় বিচার করার পর বিচারপতি বিনোদ যাদব অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ৫ বছর কারাবাসের সাজা ঘোষণা করেন। তাছাড়াও আদালত ওই নির্যাতিতার দেখভাল করার জন্য ৩ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করে দেও...