শিশুটি গর্ভপাত ঘটাতে পারবে?

ভারতে ধর্ষণের শিকার ১০ বছরের এক অন্তঃসত্ত্বা শিশু গর্ভপাত ঘটাতে পারবে কি না—এ বিষয়ে পরীক্ষা করতে চিকিৎসকদের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। পাঞ্জাব রাজ্যের চণ্ডীগড়ে ১০ বছরের শিশুটির গর্ভপাত করার অনুরোধ জানিয়ে আদালতে আবেদন করেছেন তার মা-বাবা। ওই আবেদনের শুনানি নিয়ে আদালত আজ সোমবার এ আদেশ দেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, শিশুটি গত সাত মাসে তার মামার দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হয়। সে এখন ২৬ সপ্তাহের (৬ মাস) অন্তঃসত্ত্বা। পুলিশ শিশুটির মামাকে গ্রেপ্তার করেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুর শরীর মোটেও সন্তান ধারণের উপযোগী নয়। প্রতিবেদনে বলা হয়, শিশুটির বাবা একজন নিম্নশ্রেণির সরকারি কর্মচারী, মা গৃহকর্মী। দরিদ্র পরিবারের এই শিশুটি গত সাত মাসে তার মামার দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি ভয়ে এ ঘটনা কাউকে জানায়নি। গত মঙ্গলবার পেটের তীব্র ব্যথা নিয়ে মা-বাবা তাকে চণ্ডীগড় পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করে জানান, শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা। তার শরীর সন্তান ধারণের জন্য মোটেও উ...