স্বাস্হ্য/মেডিসিন
স্বামী-স্ত্রীর ব্লাডগ্রুপ কী রকম হওয়া দরকার?
পুত্র
সন্তান জন্ম দেওয়ার জন্য ভারতের যোগগুরু বাবা রামদেবের ফার্মেসি এবার
বিশেষ ওষুধ বেঁচতে শুরু করেছে। প্রতিষ্ঠানটির দাবি এই ওষুধ পুত্র সন্তান
জম্মাতে সাহায্য করবে।
<a
href='http://ritsllc.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=a32c0413&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE'
target='_blank'><img
src='http://ritsllc.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=39&amp;cb=INSERT_RANDOM_NUMBER_HERE&amp;n=a32c0413'
border='0' alt='' /></a>
স্বামীর ব্লাডগ্রুপ যদি পজেটিভ হয় তাহলে স্ত্রীর ব্লাডগ্রুপ ও পজেটিভ
হতে হবে। আর যদি স্বামীর ব্লাডগ্রুপ নেগেটিভ হয় তাহলে স্ত্রীর ব্লাডগ্রুপ
পজেটিভ বা নেগেটিভ যে কোনো একটি হলেই হবে। তবে স্বামীর ব্লাডগ্রুপ যদি
পজেটিভ হয় তাহলে কোনোভাবেই স্ত্রীর ব্লাডগ্রুপ নেগেটিভ হওয়া চলবে না।
এক্ষেত্রে যদি স্ত্রীর ব্লাডগ্রুপ নেগেটিভ হয় তাহলে তার স্বামীর ব্লাডগ্রুপ
ও নেগেটিভ হতে হবে।পুত্র সন্তান লাভের বিশেষ ওষুধ বেঁচছেন যোগগুরু বাবা রামদেব
আন্তর্জাতিক :
<a
href='http://gold.ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=a2c3b251'
target='_blank'><img
src='http://gold.ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=788&n=a2c3b251'
border='0' alt=''/></a>
ভারতের হরিয়ানাতে দিন দিন মেয়ে কমে
যাচ্ছে। কন্যাভ্রূণ হত্যা রোধ ও সামগ্রিকভাবে কন্যা সন্তানের সুরক্ষার জন্য
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেছে নিয়েছিলেন হরিয়ানাকে। উল্টোদিকে এ
রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রামদেব পুত্র সন্তান লাভের ‘ওষুধ’ বিক্রি
করা শুরু করেছেন।
রামদেবের দিব্য ফার্মেসি তাদের আয়ুর্বেদিক
ওষুধ ‘পুত্রজীবক বীজ’ বিক্রিতে ব্যস্ত। এই ওষুধের সঙ্গেই ‘শিবলিঙ্গ বীজ’
নামে আরেকটি ওষুধ বিক্রি করছে দিব্য ফার্মেসি।এর মধ্যে রয়েছে যার মধ্যে
রয়েছে ‘পুত্রজিবা রক্সাবুর্ঘি’। আয়ুর্বেদ মতে এই ওষুধটি নাকি
বন্ধ্যাত্বরোধক ও্ কামোদ্দীপক। তবে মজার ব্যাপার হচ্ছে ‘পুত্রজীবক বীজ’
ওষুধটির মোড়কে নির্দিষ্ট করে লেখা নেই যে পুত্র সন্তান লাভের জন্য এই ওষুধ
কার্যকরী কিনা। তবে যেসব ওয়েবসাইটগুলোর মাধ্যমে রামদেবের কোম্পানির বিশেষ
পণ্যগুলো বিক্রি হয় তারাও এই এক দাবিই করেছে।
বিদেশে রামদেবের কোম্পানির পণ্য বিপননকারী
ওয়েবসাইট www.ramdevmedicine.com এর ভাষ্য, ‘আয়ুর্বেদ অনুযায়ী এই ঔষধি
পুত্রসন্তান লাভে সাহায্য করে। কিন্তু এখনও এটি গবেষণার বিষয়। কিন্তু
ভারতীয়দের বয়ান অনুযায়ী এই ওষুধটি পুত্র সন্তান লাভের জন্য অত্যন্ত
কার্যকরী।’
চণ্ডিগড় ও পার্শ্ববর্তী অঞ্চলে দিব্য
ফার্মেসির বিভিন্ন আউটলেটগুলোতে অনুসন্ধানের পর দেখা গেছে তারাও এই ওষুধটি
বিক্রি করছে পুত্র সন্তান লাভের নাম করেই। ২০০ গ্রাম ‘পুত্রজীবক বীজ’-এর
দাম ৩০ রুপি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন